বইমেলায় জামশেদ নাজিমের ‘নিষিদ্ধ নাগরিক’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে থ্রিলার লেখক ও গণমাধ্যমকর্মী জামশেদ নাজিমের উপন্যাস ‘নিষিদ্ধ নাগরিক’। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ৷ প্রচ্ছদ এঁকেছেন শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ধ্রুব এষ।
নিষিদ্ধ নাগরিক একটি থ্রিলার উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সিয়ামের জীবনের প্রথম দিককার ঘটনাটিতে বাস্তবতার সাথে কিছু নাটকীয়তা এনে লেখক এই গল্পের একটা শক্ত ভিত গড়তে চেয়েছেন। যদিও উপন্যাসের শুরুতেই আজমী নামের পাকিস্তানি এক গুপ্তচরের হত্যা এবং সেই হত্যা রহস্যের পথ ধরে চলতে থাকা গল্পের বিস্তার লাভ করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আন্ত রাজনৈতিক ও আন্তর্জাতিক চক্রান্তের বিস্তারে। যেখানে উঠে এসেছে এমন কিছু সত্য যা পড়লে সাধারণের গা শিউরে উঠবে।
গল্পে এমন কিছু বিষয় উঠে এসেছে, যা সত্যের আদলে বিতর্কিত এক বিষয়। আবার গল্পের খাতিরে গল্প। যেখানে লেখক দেশের পুলিশ প্রশাসনসহ অভ্যন্তরীণ রাষ্ট্রীয় ব্যবস্থা এবং মিডিয়ার কিছু স্পর্শকাতর দিক তুলে এনেছেন গল্পের আয়োজনে।
উপন্যাসের একজন মানুষের জীবন কত তুচ্ছ বা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে পুরোপুরি বদলে যায়। বদলে যায় সিয়ামের জীবন, যৌবন, স্বপ্ন ও প্রেম। কতটা অমানবিক হয়ে উঠি আমরা ব্যক্তিস্বার্থে মানুষরা। উপন্যাসে দেখতে যায় তুষি নামের মেয়েটির সাথে প্রণয়ে জড়িয়ে তরুণ সিয়ামের খুবই সহজ করে বাঁচতে চাওয়ার গল্পটা কেমন করে ভয়াবহতম কঠিন হয়ে গেল। কেমন করে একটা সহজ সরল ভালেবাসার সম্পর্ক পারিবারিক ও ব্যক্তিগত কোন্দলে পড়ে ধ্বংস হয়ে যায় এবং একজন সাধারণ ছেলে সিয়ামকে সব হারিয়ে একজন দেশদ্রোহীতে পরিণত করে দেয়। সিয়াম কি শেষ অবধি ফিরে এসেছিল দেশাত্মবোধের ও দেশপ্রেমের দায়িত্ব ও উপলব্ধিতে? না-কি নিজের বাবা-মা ও ভাইয়ের সাথে তাকে চিরতরে হারিয়ে ফেলতে হয়েছিল প্রিয় বাংলাদেশ ও দেশপ্রেম? এমন গল্পের অসমাপ্ত রসায়ন নিয়েই ‘নিষিদ্ধ নাগরিক’।
বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ১৯২টি। বইয়ের মুদ্রিত মূল্য ৪০০ টাকা। অমর একুশে বইমেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইটি রকমারি ডট কম থেকেও সংগ্রহ করা যাবে। বইটি মেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্যাভিলিয়ন-২৩ ও কলকাতার আন্তর্জাতিক বইমেলার ৭ নম্বর গেটে অভিযান পাবলিশার্সের ৩৯৪ স্টলে পাওয়া যাবে।
এমএম/এসএসএইচ/