বইমেলায় মানিক চন্দ্র দের দুই বই
মানিক চন্দ্র দে। লেখালেখির শুরু সত্তর ও আশির দশকে ছাত্রজীবন থেকে। এবার মেলায় তার নতুন দুটি বই প্রকাশিত হয়েছে। বিভাস প্রকাশন থেকে বের হয়েছে তার আত্মজীবনীমূলক বই ‘ঘাটে ঘাটে খেয়াতরী’র দ্বিতীয় খণ্ড এবং ভ্রমণকাহিনি ‘বিদেশ ভ্রমণের গল্প’।
বইগুলো প্রসঙ্গে মানিক চন্দ্র দে বলেন, ‘ঘাটে ঘাটে খেয়াতরী’তার আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড। একজন সরকারি চাকরীজীবী হিসেবে আমার দীর্ঘ পথচলা এখানে আমি বর্ণনা করেছি। এটিতে প্রায় তিন দশকের সময়কাল পাঠক দেখতে পারবেন। আর নতুন যারা সিভিল সার্ভেট হয়েছেন বা যারা বিসিএস দিয়ে সিভিল সার্ভেন্ট হতে চান- তাদের জন্যও বইটি গুরত্বপূর্ণ। আর ‘বিদেশ ভ্রমণের গল্প’ বইটি আমার ভ্রমণকাহিনি। এ বইয়ে এশিয়া, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়াসহ সাত দেশের ভ্রমণের গল্প আমি বর্ণনা করেছি।
মানিক চন্দ্র দে’র জন্ম সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে ১৯৮১ সালে অনার্স এবং ১৯৮২ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৪ সনে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জেলা, উপজেলায় এবং সচিবালয়ে প্রায় পঁয়ত্রিশ বছর চাকরি করেন। ২০২০ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অবসর গ্রহণ করেন।
চাকরি জীবন শেষে তিনি সাহিত্যচর্চায় মন দেন। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা আটটি: সিন্ধু থেকে লাশকাটা ঘর (কবি জীবনানন্দ দাশের কবিতার ওপর গবেষণাগ্রন্থ), ঘাটে ঘাটে খেয়াতরী (আত্মজৈবনিক স্মৃতিগল্প-প্রথম খণ্ড), সীমান্তরেখা (কাব্যগ্রন্থ), ইউরোপের দিনগুলো (ভ্রমণ), মানুষ তো পাখি নয় (গল্পগ্রন্থ), বিদেশ ভ্রমণের গল্প (ভ্রমণ), ঘাটে ঘাটে খেয়াতরী-২ (আত্মস্মৃতি) ও নির্বাচিত কবিতা (কবিতা)।
এএইচআর/এসএম