এয়ারলাইন্সে চাকরিপ্রত্যাশীদের জন্য বই মেলায় এলো ‘ব্ল্যাকবক্স’
এভিয়েশন, উড়োজাহাজ কিংবা বিমানবন্দর সম্পর্কে অনেকের জানার আগ্রহ অসীম। বর্তমান জেনারেশনে এভিয়েশন সেক্টরে কাজের আগ্রহও অনেক বেশি। যাদের কল্পনায় পাখির চোখে আকাশটাকে দেখার ইচ্ছে কিংবা পাখির ডানায় ভর করে অসীম আকাশে ঘুরে বেড়িয়ে বিশ্বটাকে জানার ইচ্ছে, তাদের জন্য এক অসাধারণ সৃষ্টি ‘ব্ল্যাকবক্স’।
আকাশ দুনিয়ার এসব কৌতূহল মেটাতে এবারের অমর একুশে বই মেলায় এসেছে ‘ব্ল্যাকবক্স’।
বইটিতে বাংলাদেশ এভিয়েশনের জনসংযোগে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাকে তুলে ধরেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।
বাংলা একাডেমির একুশে বইমেলা প্রাঙ্গণে ৪৩৭-৪৩৮ নম্বর সপ্তডিঙ্গা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি।
এভিয়েশন সেক্টরের সম্যক ধারণা পেতে, কেবিন ক্রু কিংবা কাস্টমার সার্ভিস বা এয়ারলাইন্সের অন্য যেকোনো ডিপার্টমেন্টে কাজ পেতে আগ্রহীদের জন্য সহায়ক গ্রন্থ হতে পারে এই ব্ল্যাকবক্স।
একইসঙ্গে এয়ারলাইন্স কিংবা এয়ারক্রাফটের ইতিহাস, দেশের এভিয়েশন ও পর্যটন শিল্প কিংবা আকাশ ভ্রমণের নিয়ম নীতির ধারণা পেতে বইটি আপনার সংগ্রহশালাকে করতে পারে সমৃদ্ধ।
এআর/এমজে