মেলায় ফাহমিদা হকের 'পৃথিবী সবার'
এবার মেলায় এসেছে গল্প লেখক ফাহমিদা হকের শিশুতোষ গল্পের বই 'পৃথিবী সবার'। বইটি ছোট শিশুদের জন্য সুপাঠ্য ও শিক্ষণীয়।
বইটিতে পরিবেশ-প্রকৃতি, জীব ও প্রাণীবান্ধব গল্প লেখা হয়েছে। এই গল্প পাঠের মাধ্যমে পরিবেশ-প্রকৃতি রক্ষায় ও বৃক্ষ রোপণে শিশুদের ইতিবাচক মনোভাব তৈরি হবে। প্রাণী, পাখি, কীটপতঙ্গ সবার প্রতি ভালোবাসা তৈরি হবে। কিছু বৃক্ষের নাম জানবে শিশুরা। পৃথিবী যে শুধু মানুষের একার নয়, মানুষসহ সকল প্রাণী ও জীবের সমান অধিকার আছে এই পৃথিবীর ওপর, এই ধারণা স্পষ্ট হবে শিশুর মনে।
চার কালারের সুন্দর সব ছবিসহ বইটি শিশুদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। বইয়ের প্রচ্ছদ ও ছবি এঁকেছেন শেখ সাদী। বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১৬। দুই ফর্মার এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বিশ্বসাহিত্য ভবন। প্রকাশক তোফাজ্জল হোসেন। বইটির মূল্য ১০০ টাকা।
বইটির মূল্য রাখা হয়েছে ৭৫ টাকা। বইমেলায় প্যাভেলিয়ন ১৭-তে বিশ্বসাহিত্য ভবন-এর স্টলে বইটি পাওয়া যাবে।