একুশে বইমেলায় আগামী প্রকাশনীর শতাধিক নতুন বই প্রকাশিত
মুক্তিযুদ্ধ আর মুক্তচেতনা দুয়ের প্রত্যয়ে আগামী প্রকাশনী যাত্রা শুরুর পর প্রায় তিন হাজারের বেশি সৃজনশীল বই প্রকাশ করেছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বাধিক বই প্রকাশ করে প্রকাশনায় নতুন ধারার সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় এবারের অমর একুশে বইমেলায় আগামী প্রকাশনী থেকে শতাধিক নতুন বই প্রকাশিত হয়েছে।
আগামী প্রকাশনীর লেখক তালিকায় রয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, এইচ টি ইমাম, বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া, আবুল মাল আবদুল মুহিত, আবদুল গাফফার চৌধুরী, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমদ, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, নুরুল ইসলাম নাহিদ, নুরুল ইসলাম বিএসি, প্রফেসর সালাউদ্দিন আহমদ, ড. জিল্লুর রহমান সিদ্দিকী, ড. মযহারুল ইসলাম, ড. আলী আসগর, ড. সৈয়দ আনোয়ার হোসেন, গোলাম আকবর চৌধুরী, কর্নেল শওকত আলী, ড. হুমায়ুন আজাদ, ড. শফিক সিদ্দিক, শওকত আলী, সৈয়দ শামসুল হক, আনোয়ারা সৈয়দ হক, কবি মুহম্মদ নুরুল হুদা, মঞ্জু সরকার, রফিকুর রশীদ, ড. মুহাম্মদ সামাদ, কবি কামাল চৌধুরী, অধ্যাপিকা পান্না কায়সার, মোনায়েম সরকার, শ্যামলী নাসরীন চৌধুরী, ড. মো. আনোয়ার হোসেন, কবি তারিক সুজাত, কবি মিনার মনসুর, কবি পিয়াস মজিদ, সৈয়দ জাহিদ হাসান প্রমুখ।
অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ড. সৈয়দ আনোয়ার হোসেন, বিচারপতি এ এন এম বসির উল্লাহ, সৈয়দ শামসুল হক, আবদুল গাফ্ফার চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, শওকত আলী, সলিমুল্লাহ খান, রফিকুর রশীদ, সিরাজুল ইসলাম মুনির, ড. মোহাম্মদ হাননান, দাউদ হায়দার, মঞ্জু সরকার, ড. হালিম দাদ খান, মোনায়েম সরকার, সৈয়দ মোহাম্মদ শাহেদ, ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ড. লীনা তাপসী খান, আবিদ আনোয়ার, ড. মুকিদ চৌধুরী, ড. মুহাম্মদ সামাদ, সিরাজুদ্দীন হোসেন, বাহালুল মজনুন চুন্নু, সাইমন জাকারিয়া, সুজন বড়ুয়া, মোজাম্মেল হক নিয়োগী, আশরাফ আহমেদ, রাশিদ আসকারী, ড. ডি এম ফিরোজ শাহ, ননী গোপাল সরকার, নাসের রহমান, এ ইউ এস এম সাইফুল্লাহ ফুলো, ড. মোহাম্মদ আব্দুল মজিদ, শিতাংশু গুহ, শান্তনু চৌধুরী, বিভুরঞ্জন সরকার, শামীমা সুলতানা, অধ্যাপক অরুপরতন চৌধুরী, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার, মৌলি আজাদ, ফয়েজ তৌহিদুল ইসলাম, ইসরাত জাহান নিরু, ড. ওয়াহিদুজ্জামান, জেবুন নাহার, শিবু কুমার শীল, ড. শেখ মুসলিমা মুন, কবির মজুমদার, কাসেম খালিল, মাহবুবুল হক, মমতাজ লতিফ, প্রবীর চন্দ, হোমায়রা কণা, অপরাজিতা অর্পিতা, সামসাদ ফেরদৌসী, সৈয়দা আইরিন জামানসহ আরো অনেক নতুন লেখকের বই প্রকাশিত হয়েছে।
প্রকাশনায় পুরস্কার প্রাপ্তি
অমর একুশে বইমেলা উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আগামী প্রকাশনী এ যাবত অনেক পুরস্কার লাভ করেছে। ২০২২ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিকসংখ্যক বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহ স্মৃতি পুরস্কার ২০২৩ লাভ করেছে।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা ওসমান গনির মেয়ে ময়ূরপঙ্খির স্বত্বাধিকারী মিতিয়া ওসমান তিসমাও ২০২২ সালে গুণমান বিচারে সর্বাধিকসংখ্যক শিশুতোষ বই প্রকাশের জন্য রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০২৩ পেয়েছে।
আগামী প্রকাশনী পরবর্তী দিনগুলোতেও গুণগত মানসম্মত বই প্রকাশের ক্ষেত্রে বদ্ধপরিকর।
ওএফ