বইমেলায় মোস্তাফিজ সুলতানের কাব্যগ্রন্থ 'তোমার অস্তাচল'
এবারের বইমেলায় কবি মোস্তাফিজ সুলতানের প্রথম কাব্যগ্রন্থ 'তোমার অস্তাচল' নিয়ে এসেছে বেহুলা বাংলা প্রকাশনী সংস্থা।
গত শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক ডা. আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদ রানা।
কবি মোস্তাফিজ সুলতান ১৯৭৬ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজশাহী শহরে। যন্ত্রকৌশল বিদ্যায় স্নাতক করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। স্কুল জীবন থেকেই তার লেখার হাতেখড়ি হয় পারিবারিক আবহে। মূলত কবিতাই প্রধান হয়ে ওঠে তার লেখালেখিতে। প্রেম ও দ্রোহ তার কবিতার মূল উপজীব্য। প্রাঞ্জল ভাষায় লেখালেখির কারণে পেয়েছেন পাঠক প্রিয়তা।
বইটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। ৫২১-৫২৩ নম্বর স্টল ছাড়াও রকমারি ডটকমে বইটির ক্রয়াদেশ দেওয়া যাবে।
এসকেডি