বইমেলায় মনজুরুল আহসান বুলবুলের দুইশ’ ছড়ার ঝিলিক
বইমেলায় এসেছে সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের ছড়ার বই- দুইশ’ ছড়ার ঝিলিক। মেলার ২২ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
এছাড়া রকমারি ডট কম থেকেও ছড়ার বইটি কেনা যাবে। বইটির মূল্য ৩৫০ টাকা। তবে রকমারি থেকে কিনলে পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়ে।
মেলার পর বাতিঘর, পাঠক সমাবেশ, বেঙ্গল বুকসসহ অন্যান্য বইয়ের দোকান থেকে সংগ্রহ করা যাবে। বইটি প্রকাশ করেছে অনন্যা। এর অসাধারণ প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দুইশ’ ছড়ার ঝিলিক- বইটিতে আশির্বাণী লিখেছেন নির্মলেন্দু গুণ।
বইটি সম্পর্কে মনজুরুল আহসান বুলবুল লিখেছেন, স্বাধীন বাংলাদশ কী কাল পার করেছে, ছড়াগুলোর তারিখ দেখে তার সঙ্গে রাজনীতির চিত্র মেলালে কিছুটা বোঝা যাবে। এই ছড়াগুলো শুধু ছড়া নয়, কালেরও চিত্র বটে। অনেক চরিত্রই আমাদের চেনা-জানা।
আরএইচ