বইমেলায় রফিক মুয়াজ্জিনের ‘বুকের মধ্যে বালিকা বিদ্যালয়’
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক রফিক মুয়াজ্জিনের কবিতার বই ‘বুকের মধ্যে বালিকা বিদ্যালয়’।
বইটি প্রকাশ করেছে ‘দশমিক’। প্রচ্ছদ করেছেন আল নোমান। ৪২টি কবিতায় সাজানো এ বইয়ের দাম ২০০ টাকা।
অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মুক্তমঞ্চের কাছে লিটল ম্যাগ চত্বরের ৭ নম্বর স্টলে পাওয়া যাবে বুকের মধ্যে বালিকা বিদ্যালয়। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম, প্রথম এবং বইফেরিতে পাওয়া যাবে বইটি।
উল্লেখ্য, বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মিলে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গা জুড়ে এবার আয়োজন করা হয়েছে অমর একুশে বইমেলা। মেলায় রয়েছে ৬৩৫টি প্রতিষ্ঠান এবং ৩৭টি প্যাভিলিয়ন। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।