সাংবাদিক মনিরুজ্জামানের ‘যাপিত জীবনের গল্প’র মোড়ক উন্মোচন
বিশিষ্ট লেখক ও সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের লেখা বিশেষ জীবনীগ্রন্থ ‘যাপিত জীবনের গল্প’র মোড়ক উন্মোচিত হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় অমর একুশের বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের ৭১ ও ৭২ নম্বর ঝুমঝুমি প্রকাশনীর স্টলে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।
লেখক মনিরুজ্জামান বলেন, সাংবাদিকতা করতে গিয়ে বিগত বছরগুলোতে আমি বিভিন্ন ঘটনার মুখোমুখি হয়েছি, যা আমি ফেসবুক পোস্টে লিখে রাখতাম। পরে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে বই লেখার অনুরোধ করলে ঘটনাগুলোকে আমি বই হিসেবে লেখা শুরু করি। এ বইটিতে আমার সঙ্গে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ৩৪টি ঘটনা লিপিবদ্ধ করেছি। যারা সাংবাদিকতা সম্পর্কে জানতে চান এবং সত্যিকারের সাংবাদিক হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে এই বইটি তার জন্য বেশ কার্যকরী হবে বলে আমি মনে করি।
মোড়ক উন্মোচনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বচ্ছ সাংবাদিকতার বরাবরই কদর রয়েছে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে একটি সেক্টরের সমস্যা ও মানুষের চাওয়া-পাওয়াগুলো তুলে ধরে। সাংবাদিকতা নিয়ে কাজ করতে চাইলে আমি মনে করি এই বইটি গুরুত্বপূর্ণ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঝুমঝুমি প্রকাশনীর প্রকাশক শায়লা রহমান তিথি, নির্বাহী পরিচালক পাশা মোস্তফা কামালসহ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনঅব বাংলাদেশ (ক্র্যাব) এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কেএইচ/জেডএস