বইমেলায় আব্দুল্লাহ আফফানের ‘শেখ সাদীর কথাগুলি’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছ তরুণ গল্পকার আব্দুল্লাহ আফফানের বানী বিষয়ক গ্রন্থ ‘শেখ সাদীর কথাগুলি’। শেখ সাদী রহ.-এর গল্প ও কবিতা থেকে অমূল্য বানীগুলো সংরক্ষণ করা হয়েছে বইতে।
লেখক আব্দুল্লাহ আফফান বলেন, মধ্যযুগের গুরুত্বপূর্ণ ফার্সি কবি শেখ সাদী রহ.। তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তা গভীরতার জন্য তাকে কদর করা হয়। পারস্য দেশীয় পণ্ডিতদের মধ্যে তিনি ‘মাস্টার অব স্পিচ’ ডাকনাম অর্জন করেন। অনেকের মতে ভ্রমনের ক্ষেত্রে ইবনে বতুতার পরেই তার স্থান।
তিনি আরও বলেন, শেখ সাদী রহ.-এর জীবন বৈচিত্র্যময়। রাজ দরবার থেকে মুচি সব জায়গায় তিনি বিচরণ করেছেন। দীর্ঘ সময় ছিলেন জালেমের কয়েদখানায়। মিশেছেন নানাজাতের মানুষের সাথে। সমৃদ্ধ অভিজ্ঞতাকে পুঁজি করে লিখেছেন বহু কিতাব। গল্প-কবিতার মাধ্যমে দিয়ে গেছেন উপদেশ। এসব উপদেশ সংরক্ষণ করার চেষ্টা করেছি।
বই : শেখ সাদীর কথাগুলি।
লেখক : আব্দুল্লাহ আফফান।
প্রকাশনী : চৈতন্য।
প্রচ্ছদ মূল্য : ১৮০।
বইমেলার স্টল : ৬০৭-৬০৮।
