বইমেলায় খান নাঈমের ‘প্রিয় ঝড়’

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তরুণ লেখক ও সাংবাদিক খান নাঈমের প্রথম উপন্যাসের বই ‘প্রিয় ঝড়’। মেলায় রেয়ার পাবলিকেশন্সের ৮০ এবং ৮১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এড়াছা ঢাকার বাইরে চট্টগ্রাম বইমেলায় ১৩১ নম্বর স্টলেও পাওয়া যাচ্ছে বইটি।
মানুষের জীবনের প্রতিটি অধ্যায় যেন একেকটি ঝড়। কখনো তা মৃদুমন্দ বাতাসে মন জুড়ায়, কখনো তা সবকিছু ভেঙেচুরে তছনছ করে দিয়ে যায়। ‘প্রিয় ঝড়’ তেমনই এক উপাখ্যান, যেখানে প্রেম আসে চৈত্র দিনের মুষলধারে বৃষ্টির মতো, আবার হারিয়ে যায় মরুর তপ্ত বালির মতো। জীবনে যেমন ভালোবাসার কোমলতা আছে, তেমনি আছে প্রতারণার নির্মম কাঁটা। প্রথম প্রেমের অপূর্ণতায় যে শূন্যতা তৈরি হয়, তা বারবার ভরাট করার চেষ্টা করেও আরও গভীর হয়। কারো স্নিগ্ধ মায়ায় ডুবে থাকা মানুষটা যখন আশার আলো দেখতে চায়, ঠিক তখনই বারবার ভাগ্য তাকে টেনে নেয় চোরাবালির বিষাদময় এক অতলে। এমনই এক চিত্র ফুটে উঠেছে এই উপন্যাসের প্রতিটি বাক্যে।
নিজের প্রথম বই সম্পর্কে খান নাঈম বলেন, প্রিয় ঝড় হচ্ছে হারানোর বিষণ্নতা, বন্ধুত্বের ভাঙন, এবং জীবনের শূন্যতা পেরিয়ে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প। জীবনের প্রতিটি প্রলয়ঙ্কারী ঝড়ের পরে আসে এক শান্তির ঝড়। সে'ই হলো আমাদের ‘প্রিয় ঝড়’। সবার জীবনেই বয়ে যাক প্রিয় ঝড়।
লেখক আরো বলেন, এটি আমার প্রথম বই। আর মাস দেড়েক পরেই ঈদ। তাই আমার বই বিক্রির টাকা ব্যয় করা হবে সুবিধাবঞ্চিতদের ঈদ উদযাপনে। সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ।
‘প্রিয় ঝড়’ বইয়ের লেখক খান নাঈমের জন্ম দেশের সর্বদক্ষিণের জেলা বরগুনায়। তিনি একাধারে তরুন লেখক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠক, মুক্ত চলচ্চিত্র নির্মাতা এবং উদ্যোক্তা।
তিনি কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম এবং টেলিভিশনে। ২০১৭ সালে দেশব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত একমিনিটের শর্টফ্লিম প্রতিযোগিতায় ২৭ জেলাকে পেছনে ফেলে জয়ী হন তিনি। ২০১৮ সালে আলোড়ন শর্ট ফ্লিম প্রতিযোগিতায় সেরা পরিচালক পুরষ্কার পান। খান নাঈমের লেখা থিয়েটার কোরিওগ্রাফি ‘মাতৃভাষা থেকে মাতৃভূমি' সাংস্কৃতিক মহলে বেশ প্রশংসিত হয়। বর্তমানে তিনি প্রথম আলো বন্ধুসভা বরগুনা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্থানীয় একটি দৈনিক পত্রিকার বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
এমএএস