বইমেলায় সোয়েব আল হাসানের উপন্যাস ‘বুকের ভেতর বিষাদপুর’
অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে তরুণ কবি ও লেখক সোয়েব আল হাসানের প্রথম উপন্যাস ‘বুকের ভেতর বিষাদপুর’। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশন। বইটির মুদ্রিত মূল্য ৩২০ টাকা। রকমারি ও বইবাজারসহ বিভিন্ন অনলাইন বুকশপ প্ল্যাটফর্ম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।
সোয়েব আল হাসান বলেন, বুকের ভেতর বিষাদপুর একটি সমকালীন উপন্যাস। যে গল্পে উঠে এসেছে ঢাকায় পড়তে আসা এক যুবকের যাপিত জীবন। সে জীবন অপেক্ষায়, উপেক্ষায়, বিষ ও বিষাদের বিষক্রিয়ায় কখনও তেতে উঠেছে আবার কখনও বা সবকিছু তুচ্ছ করে মেঘডম্বর মুখ করে ভালো থেকেছে নিজের মতো করে। সময় যায় জীবনের নিয়মে। কখনও বিশুদ্ধ ভালোবাসায়, ভালো থাকায় আবার কখনও বিষাদপুরে। এক ঘোরলাগা সময়ে আবর্তিত হয়েছে গল্পের প্রেক্ষাপট যেটা হয়তোবা আমাদের সকলেরই চেনা। তবু চেনা সবকিছুই কেমন নিমিষেই অচেনা হয়ে যায় জীবন অ জগতের অদ্ভুত নিয়মে।
সোয়েব আল হাসানের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘এক কাপ অভিমানী চা’। গত একুশে বইমেলায় অয়ন প্রকাশন থেকে প্রকাশিত বইটি সাড়া জাগিয়েছিল। বুকের ভেতর বিষাদপুর তার প্রথম উপন্যাস।
তার জন্ম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর গ্রামে, ১৯৯১ সালের ৬ নভেম্বর। মো. খবির মোল্লা ও খাদিজা বেগমের সৃষ্টিশীল এই সন্তান আন্তর্জাতিক ব্যবসায়, কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পর্যটনে স্নাতক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। দুই ভাই, তিন বোনের মধ্যে তিনি ছোট।
তিনি পেশাগত জীবনে উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটার হলেও সবকিছু ছাপিয়ে লেখালেখির মধ্যে ডুবে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে নিয়মিত লিখছেন। আবৃত্তি করতে ভালোবাসেন, ছিলেন ছায়ানটে কবিতার আসরের ছাত্র।
সাহিত্যের পাশাপাশি সোয়েব আল হাসান ভালোবাসেন নিজের ভাবনা ও গল্প ক্যামেরায় তুলে আনতে। তার নির্মিত শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম, ট্রাভেল ফিল্ম, ডকুমেন্টারি ও অনলাইন বিজ্ঞাপনচিত্রের (ওভিসি) সংখ্যা শতাধিক।
এইচকে