আরাফাত শাহরিয়ারের গল্পগ্রন্থ ‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’
অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত হয়েছে লেখক আরাফাত শাহরিয়ারের শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘অন্যধারা’, প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মানবেন্দ্র গোলদার।
শিশু-কিশোরদলের দুরন্তপনা, দুঃসাহসী অভিযান, গোয়েন্দা কাহিনী ও ভূতের মজার মজার গল্প আছে বইটিতে। আছে ইট-পাথরের যান্ত্রিক নগরীতে চার দেয়ালে বন্দি মা-হারা অন্তুর গল্প; মেঘের রাজ্যে যে মাকে খুঁজে বেড়ায়! কথা বলা রোবট বানিয়ে তাক লাগিয়ে দেওয়া খুদে বিজ্ঞানী রবিনের সঙ্গে পরিচয় হবে বইটিতে। দেখা হয়ে যাবে প্রাণিপ্রেমী প্রিয়ন্তী, শীতার্তদের পাশে হাত বাড়িয়ে দেওয়া আর্য ও ওর বন্ধুদের সঙ্গে।
বইটিতে ভিন্নস্বাদের দশটি গল্প আছে। গল্পগুলো হলো ‘ভূত বিতাড়ন কমিটি’, ‘ভূতের সন্ধানে ভূত’, ‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’, ‘ভয়াল মৃত্যুপুরী, ‘মেঘ ও মায়ের গল্প’, ‘রবিনের রঙিন রোবট’, ‘শীতের বুড়ি ও আর্যর গল্প’, ‘প্রিয়ন্তী ও তার পোষা বিড়ালছানা’, ‘খুদে গোয়েন্দা মৃন্ময়’ ও ‘ছোটদের রাগ করতে মানা নেই’। গল্পগুলো এর আগে দেশের কয়েকটি দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’ বইটির গল্পগুলো শিশু-কিশোরদের সামনে খুলে দেবে ভাবনার নতুন দুয়ার। ওদের নিয়ে যাবে কল্পময়, স্বপ্নময় জগতে। বইটির মলাটমূল্য ১৬০ টাকা, বইমেলায় ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে অন্যধারার স্টলে (স্টল নম্বর ৩১৩-৩১৬)।
আরাফাত শাহরিয়ার শিশুসাহিত্যিক, গল্পকার ও শিক্ষা-ক্যারিয়ার বিষয়ক লেখক। লেখালেখিতে হাতেখড়ি স্কুলবেলায়। ছোটদের রাজ্য রঙিন করতে লিখছেন প্রায় দুই যুগ ধরে। লিখেন বড়দের জন্যও। তার প্রকাশিত বই ১১টি। কয়েকটি প্রকাশের অপেক্ষায়। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। বিশ্ববিদ্যালয় জীবনে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। বর্তমানে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক হিসেবে কর্মরত।