বকেয়া বেতন-ভাতার দাবিতে রেডিও টুডের কর্মীদের মানববন্ধন
অবিলম্বে বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডের কর্মীরা। রবিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী রেডিও টুডের কর্মীরা বলেন, দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে বিগত কয়েক বছর ধরে বেতন ভাতা, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে অনিয়মিত। বর্তমানে বেশিরভাগ কর্মীর ৫ থেকে ৬ মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। ফলে আমরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
তারা আরও বলেন, বেতন ভাতা ও অন্যান্য ন্যায্য পাওনার জন্য আবেদন নিবেদন করলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত তো করছেই না বরং নানা টালবাহানার আশ্রয় নিচ্ছে। একইসঙ্গে কর্মীদেরকে চাকরি থেকে নিয়মবহির্ভূতভাবে ছাটাই, চাকরি ছেড়ে দেওয়ার চাপসহ নানা ধরনের নিবর্তনমূলক পদক্ষেপ নিচ্ছে।
এ সময় রেডিও টুডের কর্মীরা বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ দেওয়া এবং ভুক্তভোগী কর্মী ও তাদের পরিবারের কাছে কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেন।
এমএইচএন/আইএসএইচ