আগামীকাল শুরু মিডিয়া কাপ ক্রিকেট, ‘এ’ গ্রুপে ঢাকা পোস্ট

আগামীকাল থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে ড্র ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩২ দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। ঢাকা পোস্ট পড়েছে 'এ' গ্রুপে। 'এ' গ্রুপের অন্য তিন দল সমকাল, যুগান্তর ও বিটিভি। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী ঢাকা পোস্টের প্রথম ম্যাচ বিটিভির সঙ্গে। অন্য ম্যাচে লড়বে সমকাল ও যুগান্তর। দুই ম্যাচের দুই বিজয়ী দল পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফলতম দল রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টের পাওয়ার্ড বাই স্পন্সর এইস প্রোপার্টিজ। কো-স্পন্সর হিসেবে আছে নাবিল গ্রুপ, একমি এবং ইস্পাহানি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের অডিটরিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ জয়ী অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম, স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ মোখসেদুল কামাল ও একমি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) লেফট্যানেন্ট কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার মোঃ আলি রেজা।
নিজের বক্তব্যে নুরুল হাসান সোহান বলেন, 'আমার কাছে মনে হয়, এটা খুব ভালো একটা উদ্যোগ। যত খেলা হবে। আমার মনে হয়, খেলার ভেতরে থাকলে মন থেকেও খুশি লাগে। আমি আশা করি, এরকম উদ্যোগ আরও বেশি দেখতে পাব ইনশাআল্লাহ।'
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি মঞ্চে উপবিষ্ট ছিলেন। স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেন রায়হান আল মুঘনি। এরপর জার্সি উন্মোচন করেন অতিথিরা। পরে টুর্নামেন্টের ড্র ও গ্রুপিং সম্পন্ন করেন বিএসজেএ-র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত জোবায়ের।
এজেড/এইচজেএস