দেশে ফিরেছেন সাংবাদিক জাহিদুর
লিবিয়ায় পাঁচ দিন নিখোঁজের পর উদ্ধার হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান দেশে ফিরেছেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদুর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে তার ফেসবুক আইডিতে লিখেছেন, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক মহান আল্লাহ। অবশেষে তুরস্ক হয়ে দেশে ফিরেছি। লিবিয়ায় যে দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম তা থেকে মুক্ত হয়ে দেশে ফেরা সম্ভব হয়েছে কেবলমাত্র আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসার শক্তিতে। পরম কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি। সৌভাগ্য প্রাণে বেঁচে ফিরেছি বলেই আপনাদের উদ্বেগ, উৎকণ্ঠা ও ভালোবাসার স্পর্শ পেয়েছি।
গত ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সাংবাদিক জাহিদুর রহমান ও তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও স্থানীয় গাড়িচালক মোহাম্মদ খালেদ নিখোঁজ হন। নিখোঁজের পর গত ২৮ মার্চ তার সন্ধান পান লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। জানা যায়, তিনি লিবিয়ার পুলিশি হেফাজতে ছিলেন।
গত ৩১ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জাহিদুরের নিখোঁজের কারণও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, সাংবাদিক জাহিদুর বিনা অনুমতিতে ছবি তোলায় আটক হয়েছিলেন।
এনআই/ওএফ