৩ পুরস্কার জিতলেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের
ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের তিনটি পুরস্কার জিতেছেন। ধারাবাহিক, এক্সক্লুসিভ ক্যাটাগরির পাশাপাশি বর্ষসেরাতেও পুরস্কার পেয়েছেন তিনি। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত-প্রচারিত ক্রীড়া প্রতিবেদনের বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)।
ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের গত মাসে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে অনলাইন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পান। তিনি ২০২১ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় স্পোর্টস ক্যাটাগরিতে। ২০২২ সালে ম্যাক্স বিএসপিএ অ্যাওয়ার্ডেও তিনটি পুরস্কার পেয়েছিলেন। দেশের গণ্ডি পেরিয়ে তার প্রতিবেদন ২০২৩ ও ২০২৪ সালে ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএস অ্যাওয়ার্ডে এশিয়া মহাদেশের মধ্যে রাইটিং ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম ও দশম স্থান অর্জন করে। যা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা।
ম্যাক্স বিএসপিএ ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হয়ে ‘তওফিক আজিজ খান ট্রফি’ পেয়েছেন কালের কণ্ঠের সাবেক সিনিয়র রিপোর্টার রাহেনুর ইসলাম (বর্তমানে সকাল সন্ধ্যায় কর্মরত) এবং রানার্সআপ হয়েছেন যথাক্রমে ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের ও চ্যানেল টোয়েন্টিফোরের সাবেক সিনিয়র স্পোর্টস রিপোর্টার (বাফুফের বর্তমান মিডিয়া ম্যানেজার) সাদমান সাকিব।
‘ক্রীড়াঙ্গনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ ও ‘ক্রীড়া সঙ্গীত আছে, ক্রীড়া সঙ্গীত নেই’– আরাফাত জোবায়েরের এই দুটি প্রতিবেদন ধারাবাহিক ও এক্সক্লুসিভ ক্যাটাগরিতে প্রথম রানারআপ হয়। এই দুই ক্যাটাগরিতে রানারআপ হওয়ায় ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিকে মনোনীত হয়ে তিনি প্রথম রানারআপ হন।
সাক্ষাৎকার প্রিন্ট, অনলাইন, ম্যাগাজিন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ‘আতাউল হক মল্লিক ট্রফি’ জিতেছেন প্রথম আলোর তারেক মাহমুদ এবং রানারআপ হন যথাক্রমে ক্রিকবাজের আতিফ আজম ও দেশ রুপান্তরের সুদীপ্ত আনন্দ। টেলিভিশন সাক্ষাৎকার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন টি-স্পোর্টসের সাবেক সাংবাদিক, বর্তমানে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস কর্মকর্তা মাহফুজ আলম, মাছরাঙার সিনিয়র রিপোর্টার সাকির রুবেন ও চ্যানেল টোয়েন্টিফোরের ইকরাম হোসেন।
আরও পড়ুন
‘রণজিৎ বিশ্বাস ট্রফি’ ফিচার ও ডকুমেন্টারি টিভি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন টি-স্পোর্টসের রিফাত এমিল, এই বিভাগের দুই রানারআপ যথাক্রমে সাদমান সাকিব ও আরিফুল ইসলাম। ফিচার বিভাগে প্রিন্টে প্রথম হয়েছেন সমকালের সঞ্জয় সাহা পিয়াল এবং রানারআপ যথাক্রমে প্রথম আলোর মাসুদ আলম ও কালের কণ্ঠের রাহেনুর।
ধারাবাহিক ক্যাটাগরিতে গবেষক ও লেখক তরুণ সরকার প্রথম, আরাফাত জোবায়ের দ্বিতীয় ও ৭১ টিভির মেহেদী নাঈম তৃতীয় হন। এক্সক্লুসিভ ক্যাটাগরিতে কালের কণ্ঠের রাহেনুর প্রথম, ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের দ্বিতীয় ও ঢাকা ট্রিবিউনের শিশির হক তৃতীয় হয়েছেন।
আরও পড়ুন
ফটোগ্রাফি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন প্রথম আলোর শামসুল হক টেংকু। রানার্সআপ হয়েছেন ডেইলি সানের তানভিন তামিম ও ডেইলি স্টারের ফিরোজ আলম। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের বিশেষ সম্মাননা পেয়েছেন পরাগ আরমান, চিন্ময় সাহা ও জাহিদ রহমান।
অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে সম্মাননা-পুরস্কার তুলে দিয়েছেন রেল ও সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। এবারের ম্যাক্স-বিএসপিএ ক্রীড়া সাংবাদিকতার বিচারক ছিলেন ক্রীড়া সাংবাদিক দুলাল মাহমুদ, এম এম কায়সার, দিলু খন্দকার, পরাগ আরমান, সনত বাবলা, সাবেক ক্রীড়া সাংবাদিক ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।
এজেড/এএইচএস