সাংবাদিক গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা আর নেই
প্রখ্যাত সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রখ্যাত সাংবাদিক গাফফার চৌধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী বেশ কয়েক মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। বুধবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিনীতা চৌধুরী লন্ডনের একটি কোম্পানিতে সিনিয়র ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। গাফফার চৌধুরীর চার মেয়ে ও এক ছেলের মধ্যে বিনীতা ছিলেন সবার ছোট।
হাসপাতালে থেকেই মেয়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন আব্দুল গাফফার চৌধুরী। কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এছাড়া কিডনিজনিত রোগে ভুগছেন। মেয়ে বিনীতা চৌধুরী তার সঙ্গেই থাকতেন।
এমএসি/আরএইচ