চৌদ্দগ্রাম সাংবাদিক সমিতি, ঢাকা’র আত্মপ্রকাশ
রাজধানীতে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাংবাদিকদের নিয়ে ‘চৌদ্দগ্রাম সাংবাদিক সমিতি, ঢাকা (সিজেএসডি)’র আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর পল্টন রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মাহবুবুর রশিদকে (বাংলাদেশ পোস্ট) আহ্বায়ক ও সায়ীদ আবদুল মালিককে (দৈনিক বাংলা) সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, কমিটিতে যুগ্ম আহ্বায়ক তিন জন। তারা হলেন— এম. মোশাররফ হোসাইন (দেশ সংবাদ), আজাদ মজুমদার (নিউ এজ) ও মুক্তাদির অনিক (ডিবিসি নিউজ)।
এছাড়া নির্বাহী সদস্য ১০ জন। তারা হলেন— মাহমুদুর রহমান খোকন (দৈনিক করতোয়া), মো. আবু তাহের (দৈনিক প্রভাত), সা মো মছিহ রানা (বাংলাদেশ প্রতিদিন), জাকির হোসেন মিন্টু (এটিএন বাংলা), ইমরান মাহফুজ (ডেইলি স্টার), কামাল উদ্দিন চৌধুরী (বাসস), ইয়াছিন রানা (দৈনিক ইনকিলাব), শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট), সুরাইয়া বিনতে শামস (ডেইলি স্টার) ও শাহ মো. সাইফুল ইসলাম (শেয়ারবিজ)।
এসএইচআর/এসএসএইচ