আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ‘ঢাকা পোস্ট’

কার্যালয়ের সামনে সম্পাদকের সঙ্গে টিম ঢাকা পোস্ট
বদলে যাচ্ছে পৃথিবী। বদলে যাচ্ছে সময়। সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষের রুচি-অভিরুচি। বদলে যাওয়ার মিছিলে দাঁড়িয়ে দেশের গণমাধ্যমও। কাল বিলম্বে নয় বরং ঘটে যাওয়া ঘটনা মুহূর্তেই জানতে আগ্রহী এখন সবাই। সচেতন পাঠকের হাতে রয়েছে স্মার্টফোন। আমাদের হাতে সংবাদ, সংবাদের সর্বশেষ।
সবধরনের খবর প্রচার করতে বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’। ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানে টিম ঢাকা পোস্ট সাজিয়েছে সকল আয়োজন।
দীর্ঘ প্রস্তুতিপর্ব সেরে এখন কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ঢাকা পোস্ট। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় এই নবযাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এর আগে সকাল থেকেই পরীক্ষামূলক প্রকাশনা চালাচ্ছে ঢাকা পোস্ট।
ভাষার মাসের এই পথচলায় সকল ভাষাশহীদের প্রতি ঢাকা পোস্ট জানাচ্ছে গভীর শ্রদ্ধা। আমরা ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, ভাষা-সংস্কৃতির মেলবন্ধন যেমন ঘটাতে চায়, তেমনি সত্য বলার প্রত্যয়ে সুদৃঢ় অবস্থানে থাকতে চায়।
আমরা অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের শক্তিতে বিশ্বাসী। আমাদের অনুসন্ধানী দর্পণ সর্বদা সজাগ। দুর্নীতি, দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে আমাদের দক্ষ সাংবাদিক বিচক্ষণী ক্ষমতায় উঠিয়ে আনবে সকল খবর। মূলধারার খবর পরিবেশনের পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনেও থাকবে বাড়তি মূল্যায়ন। সত্য ও সুন্দরকে সাথে নিয়ে ‘ঢাকা পোস্ট’ এগিয়ে যাবে তার লক্ষ্যে। এই যাত্রায় আপনিও থাকুন ঢাকা পোস্টের সাথে।
বিডি/এনএফ/এএ