মফস্বল সাংবাদিকরা নামমাত্র খরচে থাকা-খাওয়ার সুবিধা পাবেন
সারাদেশের সাংবাদিকদের আশ্রয়স্থল ‘জার্নালিস্ট শেল্টার হোম’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএমএসএফ পুরানা পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
সভায় বক্তব্য দেন শেল্টার হোমের আহ্বায়ক মিজানুর রশীদ মিজান, সদস্যসচিব নুরুল ইসলাম উজ্জ্বল, সদস্য শাহেন শাহ মো. সামসুদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আবুল হাসান বেলাল প্রমুখ।
সভায় দুটি পদে নতুন দুজনকে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ ও বিএমএসএফের কেন্দ্রীয় সহসভাপতি গাজীপুরের সাংবাদিক রিপন আনসারী।
আগামী মার্চ থেকে জার্নালিস্ট শেল্টার হোম আনুষ্ঠানিকভাবে চালু করতে উদ্যোগ গ্রহণ করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এই প্রথম ঢাকায় মফস্বল সাংবাদিকদের কথা চিন্তা করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জার্নালিস্ট শেল্টার হোম গঠন করা হয়েছে। এখানে প্রতিনিয়ত হামলা-মামলার শিকার সাংবাদিকরা চিকিৎসা ও আইনি সুবিধা পাবেন। এ ছাড়া পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা নামমাত্র খরচে থাকা-খাওয়াসহ ইন্টারনেট সুবিধা পাবেন।
এনএ