প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় যুক্ত হলো অনলাইন গণমাধ্যম

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট ২০২২, ০৯:৪৩ পিএম


প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় যুক্ত হলো অনলাইন গণমাধ্যম

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতেও আগের নীতিমালা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি। 

এই কমিটিতে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের একজন প্রকাশক যুক্ত করার কথাও বলা হয়েছে।

নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের কার্ড প্রাপ্তির সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়, গুগল অ্যানালিটিক্স অনুযায়ী ইউনিক ভিউয়ারস সংখ্যা ৪ কোটি ১ এর বেশি হলে ৩টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৬টি, ৩ কোটি ১ থেকে ৪ কোটি হলে ২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৫টি, ২ কোটি ১ থেকে ৩ কোটি হলে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৪টি, ১ কোটি ১ থেকে ২ কোটি হলে ১টি স্থায়ী ও ২টি অস্থায়ী মিলে মোট ৩টি এবং ৫০ লাখ থেকে ১ কোটি ১ ভিউয়ার হলে ১টি স্থায়ী ও একটি অস্থায়ী কার্ড পাবে নিবন্ধিত অনলাইন গণমাধ্যম।

এসএইচআর/জেডএস

Link copied