জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ
জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অংশ নেন।
রোববার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের গ্রিন জোনে তিনি একটি ডালিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ শুরু করার আগে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরপরই ১৯৮৩ সাল কৃষক লীগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করেন, তখন বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনের রূপ পায়। তারই হাত ধরে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বনভূমিও বৃদ্ধি পেয়েছে। এটির কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী বলেন, প্রেস ক্লাবকে ধন্যবাদে জানাই। তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী ফলের গাছ, ফুলের গাছ, ঔষুধি গাছ লাগাতে বলেছেন, তারই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের আজকের এই কার্যক্রম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ডালিম, জামরুল, চালতা, কামরাঙ্গা, জলপাই, পেয়ারা, লটকন, আম, জামসহ বিভিন্ন জাতের ৩০টি ফলের গাছ রোপণ করা হবে বলে জানা যায়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমসহ জাতীয় প্রেস ক্লাবের নেতারা।
আইবি/এসএসএইচ