ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্ট আইনজীবীদের শুভেচ্ছা
সফলতার দুই বছর পেরিয়ে তিন বছরে যাত্রা শুরু করল দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট। তারুণ্যে ভরা এ গণমাধ্যম প্রতিনিয়তই দেশ-বিদেশের খবরে পাঠকদের মধ্যে আলো ছড়াচ্ছে। ঢাকা পোস্টের তিন বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এসে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিশিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা পোস্ট কার্যালয়ে এসে এই আইনজীবীরা শুভেচ্ছা জানান।
তারা হলেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান, ঢাকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ব্যারিস্টার সামির সাত্তার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
এসময় তারা ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এমএসি/এফকে