৩য় বছরে ঢাকা পোস্ট, ডিইউজের শুভেচ্ছা
দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা পোস্টে কর্মরত সকল সাংবাদিক ও সংবাদকর্মীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
শুভেচ্ছা বার্তায় নেতারা বলেন, অনলাইন সংবাদমাধ্যম হিসেবে ঢাকা পোস্ট খুব অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে। পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ঢাকা পোস্ট উজ্জ্বল ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মধ্য দিয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সংবাদমাধ্যমটি।
ডিজিটাল বাংলাদেশের এই অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সংবাদ পরিবেশনের ধারা ঢাকা পোস্ট আগামীতেও অব্যাহত রাখবে বলেও আশা ব্যক্ত করেন ডিইউজে নেতারা। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীর পাশাপাশি সর্বোপরি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
‘সত্যের সাথে সন্ধি’— এই স্লোগানকে ধারণ করে করোনা মহামারির মধ্যে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ঢাকা পোস্ট। সফলতার দুই পেরিয়ে তিন বছরে পা দিয়েছে দেশের গণমাধ্যমটি। তারুণ্যে ভরা এ গণমাধ্যম প্রতিনিয়তই দেশ-বিদেশের খবরের মধ্য দিয়ে পাঠকের মধ্যে দ্যুতি ছড়াচ্ছে।
ইউএস-বাংলা গ্রুপের মালিকানাধীন অনলাইন নিউজ পোর্টালটি ইতোমধ্যে দেশের শীর্ষ গণমাধ্যমের তালিকায় উঠে এসেছে।
এএসএস/এমজে