ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচা এলাকার বাগিচা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে আলোচনা পর্বে বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজি রফিক, ডেন্টাল এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, সৌদি আরবে বাংলাদেশ কমিউনিটি লিডার কাজি সালাহউদ্দিন নওফেল, ল' ইয়ার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট কাজি ওয়ালী উদ্দিন ফয়সল, দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক রানা, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা'র সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, লেখক ও কলামিস্ট রিন্টু আনোয়ার, ফেনী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, সহকারী এটর্নি জেনারেল শরীফুজ্জামান সংগ্রাম ও আজকের সূর্যোদয়ের নির্বাহী সম্পাদক খোন্দকার বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম আবদুল্লাহ, দি ইকোনমিক এক্সপ্রেসের সম্পাদক আমির হোসেন জনি, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর ইকবাল, প্রচার সম্পাদক ইমাম হোসেন সোহেল, বিনোদন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিম, কার্যনির্বাহী সম্পাদক ছলিমউল্লাহ মেছবাহ, কথাসাহিত্যিক ইমন চৌধুরী ও ফেনী সমিতির নেতা কাজি সেলিম উদ্দিন।
আলোচনার পর সবার মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এমজে