লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক আজাদ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৬ মে ২০২৩, ১০:৩৩ পিএম


লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক আজাদ

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (৬ মে) সংগঠনটির কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (জনকণ্ঠ), সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (দৈনিক পূর্বদেশ), সহ-সভাপতি পদে অধ্যাপক পুষ্পেন চৌধুরী (দৈনিক দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এইচএম জসিম উদ্দিন (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক পদে জাহেদুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ), অর্থ সম্পাদক পদে খোকন সুশীল (দৈনিক আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রায়হান সিকদার (প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক পদে মিনহাজ উদ্দিন (ডেইলি অবজারভার) এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আতাউর রহমান মাসুদ (দৈনিক খবরপত্র) নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আরিফুল ইসলাম রিফাত, সিরাজুল ইসলাম, ডা. কামাল উদ্দিন ও মনির আহমদ আজাদ নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ফয়েজ উল্লাহ চৌধুরী, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম ও সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী।

এমআর/এমএ

Link copied