নাদিম হত্যায় জড়িতদের বিচার দাবি রিপোর্টার্স উইদাউট বর্ডারসের
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এ হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করা দরকার সরকারকে তা তা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিচার দাবি করে ফ্রান্সভিত্তিক সংস্থাটি।
আরএসএফের এশিয়া প্যাসিফিক ডেস্কের প্রধান ডেনিয়েন বাস্টার্ড বলেন, গোলাম রব্বানী নাদিমের মর্মান্তিক হত্যাকাণ্ড বিচারহীন থাকতে পারে না। এই ঘটনায় জড়িত সকলকে শনাক্ত এবং তাদের বিচারের আওতায় আনার জন্য যা যা করা দরকার তা করতে হবে। বিশেষ করে উসকানিদাতা, যার পরিচয় রহস্যজনক নয়।
একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সাংবাদিকদের সুরক্ষার জন্য আইনের খসড়া তৈরির আহ্বানও জানান তিনি।
বিবৃতিতে সাংবাদিক নাদিম কীভাবে খুন হয়েছেন, সেই ঘটনাও তুলে ধরেছে আরএসএফ।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
এর আগে গত বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
গোলাম রব্বানী নাদিম উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের অভিযোগ, জামালপুরের বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে খুন করা হয়েছে।
এমজে