বঙ্গবন্ধু পরিষদের সাংবাদিক সমন্বয় কমিটি গঠন
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক খায়রুজ্জামান কামালকে আহ্বায়ক ও গ্লোবাল টেলিভিশনের বার্তা সম্পাদক মুস্তফা মনওয়ার সুজনকে সদস্য সচিব করে বঙ্গবন্ধু পরিষদের সাংবাদিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৮ জুন) বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক আ ব ম ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
১৭ সদস্যের কমিটির চার যুগ্ম-আহ্বায়ক হলেন- শাহানা শিউলী (মাছরাঙা টিভি), আশরাফুল ইসলাম (ইত্তেফাক), শাহনাজ সিদ্দীকি সোমা (বাসস) ও প্রতীক মাহমুদ (সারা বাংলা)।
সদস্যরা হলেন- জাকারিয়া কাজল (জ্যেষ্ঠ সাংবাদিক), আতিকুর রহমান চৌধুরী (যুগান্তর), সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি), শরীফ উদ্দিন লিমন (আরটিভি), স্বপন বসু (বাসস), দীপক দেব (প্রতিদিনের বাংলাদেশ), কবির আলমগীর (সারা বাংলা), এমামুল হক ইমন (৭১ টিভি), অমিতাভ রহমান (ডিবিসি নিউজ), শাহাদাত হোসেন নিশাদ (দেশ টিভি) ও মো. শাহজাহান স্বপন (ফেয়ার নিউজ সার্ভিস)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রাক্কালে গণমাধ্যম কর্মীদের বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নির্দেশনায় পরিষদের কার্যক্রম বৃদ্ধি ও সমন্বয়ের লক্ষ্যে এ কমিটি গঠন করা হলো।
এফকে