নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধের আহ্বান বিএফইউজের
নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদকে (বিএসপি) অবিলম্বে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
রোববার (১৭ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ বলেন, নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ঘোষণা করে সরকার। কিন্তু নোয়াব তাৎক্ষণিকভাবে এ রোয়েদাদের বিরুদ্ধে মামলা করে। যদিও নবম ওয়েজ বোর্ডে নোয়াব ও বিএসপি নেতৃবৃন্দ সদস্য হিসেবে রোয়েদাদের সুপারিশ প্রণয়নে অংশগ্রহণ করেছেন।
তারা আরও বলেন, আদালতের রায়ে রোয়েদাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ফলে তা বাস্তবায়নে কোনোই বাধা ছিল না।
বারবার তাগিদ দেওয়া সত্বেও সবশেষ রোয়েদাদ অনুযায়ী সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না এবং তা বকেয়া হিসেবে পাওনা রয়ে গেছে।
শুধু নোয়াব সদস্যদের কাছে সাংবাদিক-কর্মচারীদের কমবেশি ৯০০ কোটি টাকা পাওনা রয়েছে বলে নেতারা উল্লেখ করে বলেন, ইতোমধ্যেই নোয়াব ও বিএসপিকে পাওনা পরিশোধের দাবি জানিয়ে বিএফইউজে থেকে পত্র দেওয়া হয়েছে।
/এএইচআর/এফকে/