প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহান লাইফ সাপোর্টে
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহান (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
রোববার (২৫ এপ্রিল) সকালে সৈয়দ নজরুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) অসুস্থ বোধ করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে তার করোনা পজিটিভ আসে। শুক্রবার (২৩ এপ্রিল) রাত প্রায় আড়াইটার দিকে ক্রিসেন্ট হাসপাতালে সৈয়দ শাহজাহানকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ শয্যায় রাখা হয়।
সৈয়দ শাহজাহানের ভাতিজা সৈয়দ শফিউল আলম ঢাকা পোস্টকে বলেন, আমার চাচা আজ সকাল ১০টা থেকে লাইফ সাপোর্টে আছেন। এর আগে তিনি আইসিইউতে ছিলেন। চিকিৎসকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন, অবস্থা স্থিতিশীল রয়েছে।
সৈয়দ শাহজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেন। তিনি কচি-কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য।
পিএসডি/জেডএস