বিডিএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের তানভীর
চিকিৎসকদের অধিকার, চিকিৎসা পেশার উন্নয়ন ও সুরক্ষা নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিডিএফ (বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক তানভীরুল ইসলাম। ‘অনিশ্চয়তা বাড়ছে চিকিৎসা পেশায়’– শীর্ষক প্রতিবেদন তৈরির জন্য এ সম্মাননা পুরস্কার পেয়েছেন তিনি।
শুক্রবার (৩ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে মোট তিন জন সাংবাদিকের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
এতে স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক যুগ্মসচিব ও ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক ড. পারভেজ রহিম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. আবদুল্লাহ আল বাকী, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটসের অধ্যক্ষ ডা. জয়নাল আবেদীন টিটো, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়েমুল হুদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল।
এর আগে গত বছর ঢাকা পোস্টে প্রকাশিত শিশুদের ওপর করোনাভাইরাসের প্রভাব ক্যাটাগরিতে— ‘‘অটো পাস’ ‘কোভিড ব্যাচ’ বলে শিশুর ক্ষতি করছেন না তো?’ শীর্ষক প্রতিবেদন তৈরির জন্য স্বীকৃতি হিসেবে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ ও ‘‘দুই সন্তানেই ‘ফুলস্টপ’ দিচ্ছেন ৭৯ শতাংশ মা’ শীর্ষক প্রতিবেদনের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছিলেন তানভীরুল ইসলাম।
এছাড়া তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ম্যানেজমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভসহ (এমআরডিআই) বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ অর্জন করেন।
১৯৯৩ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ধুরুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তানভীরুল ইসলাম। তার বাবা একজন শিক্ষক। বাবা-মা, স্ত্রী-কন্যা সন্তানসহ তিন ভাই নিয়ে তার পরিবার।
জন্ম ময়মনসিংহের নান্দাইলে হলেও বাবার চাকরির সুবাদে পরবর্তীতে কিশোরগঞ্জ শহরেই তার বেড়ে ওঠা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি গুরুদয়াল কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তানভীর। এরপর তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন।
ঢাকা পোস্টের শুরু থেকেই স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করছেন তিনি। এর আগে তিনি একুশে টেলিভিশন, মেডিভয়েস, যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
টিআই/এসএসএইচ