সাব-এডিটরদের পাশে এম এ হাসেম ট্রাস্ট
‘মানুষের পাশে, মানুষের মাঝে’ এই স্লোগানকে সামনে রেখে মহামারির সময় খাদ্য সহায়তা দিচ্ছে এম এ হাসেম ট্রাস্ট। এরই অংশ হিসেবে বুধবার (২৮ এপ্রিল) রাজধানীত সেগুন বাগিচায় পারটেক্স গ্রুপের কর্ণধার মরহুম এম এ হাসেমের পরিবারের পক্ষ থেকে ঢাকা সাব-এডিটরস কাউনন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
ডিএসইসি-এর সভাপতি মামুন ফরাজীর পক্ষে এসব খাদ্য সামগ্রী গ্রহণ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় ও সহ-সভাপতি আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য সদস্যরা।
পারটেক্স পরিবারের পক্ষে এসব খাদ্য সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানটির হেড অব পাবলিক রিলেশন্স রাশেদ চৌধুরী।
উল্লেখ্য, গত বছর এম এ হাসেমের নেতৃত্বে পারটেক্স পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে মোট ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এই খাদ্য সহায়তা ভবিষতে ও পারটেক্স পরিবারের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যকেটে ছিল- চাল, ডাল, ছোলা, আলু, চিনি, পেঁয়াজ, সাবান, তেল, পোলার চাল, লবণ; যা একটি পরিবারের এক সপ্তাহের বাজার।
এফআর