নেবট্রার নতুন কার্যকরী কমিটির অভিষেক ১৫ অক্টোবর
নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোটার্স অ্যাসোসিয়েশনের (নেবট্রা) নতুন কার্যকরী কমিটির অভিষেক আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সংগঠনটির কার্যকরী কমিটির একটি সভা গত ২৩ সেপ্টেম্বর ওল্ডহামের দি এম্পায়ার স্যুট ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে।
নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক খালেদ আহমেদ।
সভায় বক্তব্য রাখেন— উপদেষ্টা ফারুক যোশী ও গণি চৌধুরী, সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল, কোষাধ্যক্ষ দিলওয়ার হোসাইন শিবলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান লিঠু, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া এবং নির্বাহী সদস্য নাজিরুল ইসলাম খান, বশীর আহমদ, আমিনুর রহমান প্রমুখ।
বক্তারা নেবট্রার অভিষেককে সফল ভাবে বাস্তবায়নের জন্যে বিভিন্ন পরিকল্পনা আলোচনা করেন। পরে উপস্থিত সবার সম্মতিতে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সভা শেষে উপস্থিত সবাই দ্য গ্রিল রেস্টুরেন্টে এক মজাদার নৈশ ভোজে মিলিত হন।
এমএ