বিএফইউজে সম্মেলন ৩১ জুলাই, নির্বাচন ১৫ সেপ্টেম্বরের মধ্যে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন ২০২১, ০৪:০৫ পিএম


বিএফইউজে সম্মেলন ৩১ জুলাই, নির্বাচন ১৫ সেপ্টেম্বরের মধ্যে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। সংগঠনের  নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। 

দেশে কর্মরত পেশাদার সাংবাদিকদের এই সংগঠনের প্রতিনিধি সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি শনিবার (৫ জুন) বিএফইউজে'র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার সংগঠনের নির্বাহী কমিটির সভায় আগামী ৩১ জুলাই প্রতিনিধি সম্মেলন ও তার দেড় সপ্তাহ পর বা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়।

আগামী ১৩ জুলাই নারায়ণগঞ্জে বর্তমান নির্বাহী পরিষদের শেষ সভা হওয়ার কথা রয়েছে।

 পিএসডি/এসএম

Link copied