ভিডিও প্রতিবেদন প্রত্যাহার এবং ঢাকা পোস্টের দুঃখ প্রকাশ

“শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল” শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন বুধবার (৪ জুন) ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া প্লাটফর্মে প্রচারিত হয়।
প্রতিবেদনটিতে তথ্যগত ভুল থাকায় এবং এটি সঠিক যাচাই-বাছাই ছাড়াই প্রকাশিত হওয়ায় ঢাকা পোস্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। প্রকাশিত তথ্যে গুরুতর অসঙ্গতি থাকায় এবং দর্শক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় প্রতিবেদনটি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে তা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। ঢাকা পোস্ট সর্বদা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং আমাদের তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করব।
সম্মানিত দর্শক ও পাঠকদের আস্থা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
এমএআর/
