ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের দায়িত্বে শতরূপা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন ২০২১, ০২:৪৩ এএম


ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের দায়িত্বে শতরূপা

শতরূপা বড়ুয়া

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের দায়িত্ব নিলেন সাংবাদিক শতরূপা বড়ুয়া। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের ওয়ার্ল্ড সার্ভিসে কর্মরত ছিলেন। ভয়েস অব আমেরিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

শতরূপা বড়ুয়া ঢাকার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাংবাদিক হয়ে ওঠার আগে শতরূপা একজন নৃ-বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন। 

গত ২৮ মে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন সংবাদ পাঠিকা, ভাষ্যকার ও সাংবাদিক রোকেয়া হায়দার। তার স্থলে দায়িত্ব নিচ্ছেন শতরূপা।

শতরূপা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বহুদিন ধরে। শতরূপা বড়ুয়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম এর  সভাপতি। 
 
পিএসডি/আরএইচ

Link copied