টিআইবির ফেলোশিপের জন্য প্রস্তাব আহ্বান

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ জুলাই ২০২১, ০৯:০১ পিএম


টিআইবির ফেলোশিপের জন্য প্রস্তাব আহ্বান

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ দেওয়ার জন্য সংবাদপত্র, অনলাইন এবং টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ আগস্ট।

মঙ্গলবার (১৩ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এসব কথা জানিয়েছে সংস্থাটি।

টিআইবি বলছে, দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন এবং টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করছে।

এ বছরের প্রস্তাবনার বিষয়: শিক্ষা, স্বাস্থ্য (কোভিড-১৯ অতিমারিসহ), স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সুশাসন। চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোকে সম্মানি হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক সংবাদপত্র, অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ক্ষেত্রে বিটিভিসহ বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলসমূহ ও রেডিও-তে কর্মরত সাংবাদিকরা প্রস্তাব জমা দিতে পারবেন। 

বিস্তারিত জানতে জানতে ভিজিট করুন>>>

আরএম/এসএম

Link copied