করোনায় একাত্তর টিভির সাংবাদিক পলাশ আহসানের বাবার মৃত্যু

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

১৪ জুলাই ২০২১, ১০:১৩ পিএম


করোনায় একাত্তর টিভির সাংবাদিক পলাশ আহসানের বাবার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একাত্তর টিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসানের বাবা গাজী আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

গাজী আব্দুস সামাদ (৮৬) সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার বাসিন্দা ছিলেন। অবসরে যাওয়ার আগে তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। তাঁর ২ ছেলে পলাশ আহসান ও মেহেদী হাসান শিমুল আর একমাত্র মেয়ে সাফিয়া আফরিন প্রিয়া। মৃত্যুকালে ৩ সন্তান আর স্ত্রী হোসনে আরা বেগমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর ৮ জুলাই আব্দুস সামাদকে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার বিকেল থেকে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৭টার দিকে তার মৃত্যু হয়।

আকরামুল ইসলাম/এমএসআর/জেএস

Link copied