করোনায় সাংবাদিক সুজন কবিরের স্ত্রীর মৃত্যু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২১, ১১:৫৪ এএম


করোনায় সাংবাদিক সুজন কবিরের স্ত্রীর মৃত্যু

একাত্তর টেলিভিশনের যুগ্ম প্রধান বার্তা সম্পাদক সুজন কবিরের স্ত্রী নাসরিন আক্তার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একাত্তর টিভির সিনিয়র বার্তা প্রযোজক মাজহারুল ইসলাম মাসুম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৫ আগস্ট নাসরিন আক্তারের করোনা শনাক্ত হয়। পরে তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডায়াবেটিস থাকায় ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

চাঁদপুরের সাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলেও জানান মাসুম।

সুজন কবিরের স্ত্রীর মৃত্যুতে সাংবাদিক কাবেরী মৈত্রেয় ফেসবুকে লিখেছেন, দু বছর হয়নি ছেলেটা হারালেন, এর শোক এখনও সামলাতে যে পারেননি তা সবসময়ই চোখমুখে স্পষ্ট। এরপর করোনা কেড়ে নিল প্রিয়তমা স্ত্রীকে। তাবৎ পৃথিবী জুড়ে এখন চার বছর বয়সী মেয়ে বাচ্চা আর তিনি। কীভাবে সামলাবেন এ ধাক্কা, জানা নেই। আমার দেখা এ যাবৎকালে ভালোদের ভালো একজন মানুষ, একজন অভিভাবক, বস। ঈশ্বর শুধু সুজন কবির ভাইকে এ শোক সামলে নিয়ে হাঁটবার শক্তি দিন। আর কিছু চাওয়া নেই।

পিএসডি/এসএসএইচ

Link copied