জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে গবেষণা প্রস্তাব আহ্বান
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ২০২১-২২ অর্থবছরে গবেষণা কার্যক্রম পরিচালনার কাজের জন্য গবেষণা প্রস্তাব আহ্বান করেছে। গবেষণায় আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান প্রস্তাবনা জমা দিতে পারেন। মনোনীত হলে ইনস্টিটিউটের সহায়তায় গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
প্রতিষ্ঠানটির গবেষণা কর্মকর্তা (মহাপরিচালকের পক্ষে) মো. ফাইম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে গত ১৩ সেপ্টেম্বর এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ২০২১-২২ অর্থবছরে নিম্নবর্ণিত দুটি গবেষণা কার্যক্রম পরিচালনার কাজ হাতে নিয়েছে। ১. ইসলাম ধর্মে নারীর অবস্থান। ২. ফিজিবিলিটি স্টাডি অন এস্টাবলিশিং রিজিওনাল স্টেশনস অব এনআইএমসি ইন চট্টগ্রাম, রাজশাহী অ্যান্ড খুলনা।
আগ্রহী প্রতিষ্ঠান/ব্যক্তিদের কাছ থেকে উপযুক্ত গবেষণা প্রস্তাব আহ্বান করা যাচ্ছে। গবেষণা প্রস্তাব বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি ভার্সনে জমা দেওয়া যাবে।
আগ্রহী প্রতিষ্ঠান/ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণা কাজের অভিজ্ঞতা, ঠিকানা, ই-মেইল ও টেলিফোন নম্বর উল্লেখপূর্বক গবেষণা পরিচালকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং ১০ কপি গবেষণা প্রস্তাব আগামী ১৫ অক্টোবরের মধ্যে মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা বরাবর সিলগালাযুক্ত খামে ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।
এতে আরও বলা হয়েছে, গবেষণাপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খামের ওপর অবশ্যই গবেষণার বিষয়বস্তু উল্লেখ করতে হবে। গবেষণা প্রস্তাবের ছক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রাপ্ত প্রস্তাবসমূহ মূল্যায়ন করে নির্বাচিত গবেষককে গবেষণার সুযোগ দেওয়া হবে। নির্বাচিত গবেষককে ২০২২ সালের ৩০ এপ্রিলের মধ্যে ৫০ কপি পূর্ণাঙ্গ প্রতিবেদন (বাইন্ডিং ও ছাপানোসহ) জমা দিতে হবে। কর্তৃপক্ষ যেকোনো প্রস্তাব গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
টিআই/আরএইচ