প্রেস ক্লাবে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের জন্য দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের প্রায় চার শ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের কিডনি সম্পর্কিত “এস. ক্রিয়েটিনিন” এবং লিভার সম্পর্কিত "এসজিপিটি (এলটি)" পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেক-আপ সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসক দেওয়া হয়।
সোমবার (১২ মে) দুই দিনব্যাপী ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটি উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন, ক্লাবের সাধারণ সম্পাদক আইউব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মমিন হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের, এজিএম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ সোহরাব আকন্দ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মো. হিরো মিয়াসহ ডাক্তার নার্স প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি হাসান হাফিজ বলেন, আমরা সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রয়াস নিয়েছি। আমাদের মূল লক্ষ্য সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, এ কাজে সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, মানুষের যতগুলি সম্পদ আছে তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য, স্বাস্থ্য হলো সব সুখের মূল, প্রতিষ্ঠানটি সাংবাদিক বান্ধব।
বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন বলেন, সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
ইনসাফ বারাকাহ হাসপাতালে এজিএম মুহা. হাফিজুর রহমান বলেন, সাংবাদিক জনগোষ্ঠীর সু-স্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
এআইএস