সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫ এএম


সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই

ডিইউজের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার অবসরপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক শামসুল আলম বেলাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামসুল আলম বেলালের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রয়াতের সহকর্মী সাংবাদিক খায়রুজ্জামান কামাল ঢাকা পোস্টকে বলেন, শামসুল আলম বেলালের নামাজে জানাজা আজ (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

শামসুল আলম বেলালের মৃত্যুতে ডিইউজে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

পিএসডি/এমএইচএস

Link copied