মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যায় জড়িতদের শাস্তি চায় মহিলা পরিষদ

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে নৃশংসভাবে হত্যা এবং গৃহবধূকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি করেছে সংগঠনটি।
বুধবার এক বিবৃতিতে মহিলা পরিষদ জানায়, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার একটি ভবনের ছয় তলায় দুর্বৃত্ত কর্তৃক এলোপাথাড়ি ছুরিকাঘাতে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা এবং গৃহবধূকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। ১ মার্চ নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার মাতৃ ভবনের ছয় তলার ফ্ল্যাটে জোবায়ের হানা দিয়ে ওই ফ্ল্যাটের কলিং বেল চাপলে রুমা চক্রবর্তী দরজা খুললে সঙ্গে সঙ্গে তাকে গলা চেপে ধরেন এবং ছুরিকাঘাতে হত্যা করেন।
রুমার অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তী এগিয়ে গেলে তাকেও এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করেন। এ সময় পাশের রুমে থাকা রুমার ছেলের বউ ঘর থেকে বের হলে জোবায়ের তখন ঘর থেকে বঁটি নিয়ে গৃহবধূকে কোপ দিতে দিলে গেলে জোবায়েরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। এ সময় গৃহবধূর চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ওই ভবনের মূল ফটকের দরজা বন্ধ করে পুলিশকে জানালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে এসে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে জোবায়েরকে আটক করে।
এ ধরনের নৃশংস সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং জনগণের জান-মালের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। নারী ও কন্যার প্রতি বর্বরতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে যথাযথ দায়িত্ব পালনের দাবি জানায় মহিলা পরিষদ। পাশাপাশি সামাজিক শক্তিকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনটি।
এই ঘটনার শিকার নারীদের হত্যার কারণ উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তির জোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ।
এআর/ওএফ