নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের জেলা নায়ক গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় সদস্য ও জেলা নায়ক আবু ইউসুফকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
এন্টি টেররিজম ইউনিটের একটি দল জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও নিজস্ব নজরদারির ভিত্তিতে মঙ্গলবার (৮ মার্চ) রাতে বগুড়ার শাহাজাহানপুর থানার ফুলতলা গ্রামের আমেরিকা বোর্ডিংয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। আবু ইউসুফ বগুড়া সদরের রহমান নগরের মো. ইউনুস আলী সরদারের ছেলে।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া সদর থানার নিশিন্দারা পাইকপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের বগুড়া জেলা প্রতিনিধি ও জেলা নায়কসহ তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছিল এন্টি টেররিজম ইউনিট। গ্রেপ্তার সাহাবুদ্দিন সাবু (বগুড়া জেলা প্রতিনিধি), আসামাউল হোসনা (জেলা নায়ক) ও আব্দুর রাজ্জাককে (জেলা নায়ক) গত ১৬ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদে আল্লাহর দলের জেলা নায়ক আবু ইউসুফের অবস্থান এবং পলাতক হওয়ার বিষয়ে তারা তথ্য প্রদান করেন। তাদের দেওয়া তথ্যমতে আবু ইউসুফকে আমেরিকা বোর্ডিংয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু ইউসুফ একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। তিনি আইটি বিষয়ে দক্ষ হওয়ায় সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষণের দায়িত্ব পালন করতেন। আল্লাহর দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে আর্থিক অনুদান প্রদান করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আবু ইউসুফ আল্লাহর দলের সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের তারকা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহবুব মতিনের মতাদর্শের অনুসারী বলে জানিয়েছেন।
গ্রেপ্তার আবু ইউসুফকে গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় বুধবার আদালতে সোপর্দ করা হয়।
জেইউ/ওএফ