পুলিশকে পাথর মেরে পালাল মাদক কারবারিরা

রাজধানীর দক্ষিণখান এলাকায় এক মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের চার সদস্য।
তাদের মধ্যে পুলিশের এএসআই ওয়াসীম দক্ষিণখান থানায় কর্মরত। বাকি তিন জন পুলিশ লাইন্সের কনস্টেবল। রোববার দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে দক্ষিণখানের কোটবাড়ি চেকপয়েন্টে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে যান এএসআই ওয়াসীম ও তিন কনস্টেবল। এ সময় মাদক কারবারির সহযোগীরা পুলিশের ওপর রেললাইনের পাথর ছুড়তে থাকে। এতে চারজনই আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সহযোগীরা ওই মাদক কারবারিকে নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
এমএসি/আরএইচ