ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ পেলেন ১৫ কর্মকর্তা

বাংলাদেশ বিমানবাহিনীর ৬৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) ঢাকা সেনানিবাসের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এ সনদ বিতরণ করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, ১০ সপ্তাহ মেয়াদি এ কোর্সে বাংলাদেশ বিমানবাহিনীর ১২ জন, নাইজেরিয়ান বিমানবাহিনীর ১ জন, পাকিস্তান বিমানবাহিনীর ১ জন এবং শ্রীলঙ্কা বিমানবাহিনীর ১ জনসহ মোট ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্কোয়াড্রন লিডার মুসতাক মাহমুদ ইমরান কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসি/এসকেডি