পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ

রাজধানীর লালবাগ থানার আজিমপুর মেয়র হানিফ মসজিদের পাশ থেকে নীল রংয়ের পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নূতম মিয়া ঢাকা পোস্টকে বলেন, সোমবার (২১ মার্চ) রাতে খবর পেয়ে আজিমপুর মেয়র হানিফ মসজিদের পাশের কবরস্থান থেকে নীল রংয়ের পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। শিশুটির বয়স আনুমানিক ১ থেকে ২ দিন হবে।
তিনি আরো বলেন, কে বা কারা এই নবজাতককে ফেলে গেছে তা আশপাশের লোকজনের কাছে জানতে চাইলে কেউ কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/জেডএস