চট্টগ্রামে টিকা গ্রহীতাদের মাত্র ২৮ শতাংশ নারী

সারাদেশের মতো চট্টগ্রামেও চলছে করোনার গণটিকা প্রয়োগ কার্যক্রম। টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আগ্রহীদের সারি। কিন্তু সেই সারিতে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা খুবই কম।
জানা গেছে, চট্টগ্রামে এ পর্যন্ত টিকা নিয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৫০৪ জন এবং নারী পাঁচ হাজার ৪৯০ জন। মোট টিকা নেওয়াদের মধ্যে মাত্র ২৮ শতাংশ নারী। অর্থাৎ পুরুষের তুলনায় অর্ধেক নারীও নেননি।
এ বিষয়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, নারীরা এখনও সেভাবে বের হচ্ছেন না। এছাড়া টিকা দিতেও তারা খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তাই টিকা নারী গ্রহণকারীদের সংখ্যা কম। নারীদের টিকা নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ নতুন করে টিকা নিয়েছেন ১০ হাজার ৩৬২ জন। এর মধ্যে পুরুষ ছয় হাজার ৯২৭ জন। নারী তিন হাজার ৩৩০ জন। চট্টগ্রাম মোট টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৮৩৮ জন। যা গতকাল ছিল ৪৮ হাজার ৫৩০ জনে।
এদিকে, আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিতে আসা মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। সারিবদ্ধ হয়ে টিকা নিতে দেখা গেছে আগ্রহীদের। তবে টিকা নিতে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে।
টিকা নেওয়া রাশেদ নামের একজন বলেন, দুই ঘণ্টা অপেক্ষার পর টিকা নিতে হয়েছে। বুথের সংখ্যা আরও বাড়ানো দরকার । তাহলে স্বাস্থ্যবিধি মেনে সবাই টিকা নিতে পারবেন।
আকলিমা বেগম নামের ৫৫ বছর বয়সী এক নারী বলেন, অনেক লম্বা লাইন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বুথ সংখ্যা বাড়ালে তাড়াতাড়ি টিকা দেয়া যেত।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গণটিকার চতুর্থ দিনে সারাদেশে এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ এবং নারী ৪৬ হাজার ৭৬০ জন। আজকে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭০ জনের।
সবমিলিয়ে সারাদেশে তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন টিকা নিয়েছেন, যাদের মধ্যে দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন পুরুষ এবং ৯১ হাজার ৩৪৩ জন নারী রয়েছেন। আর টিকা নিয়ে সর্বমোট পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ২৭৭ জনের।
উল্লেখ্য, করোনায় পুরুষের তুলনায় নারীদের আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম। ভাইরাসটিতে এ পর্যন্ত সারাদেশে আট হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ছয় হাজার ২৪৩ এবং নারী এক হাজার ৯৯৬ জন। মোট মৃতের ৭৫ দশমিক ৭৭ শতাংশ পুরুষ এবং নারী ২৪ দশমিক ২৩ শতাংশ। সারাদেশে এ মোট করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। মৃত্যুহারের মতোই নারীদের তুলনায় পুরুষ আক্রান্তের হার যোজন যোজন বেশি।
এফআর