‘ভাস্কর্যবিরোধীরা বাংলাদেশকে সহ্য করতে পারে না’

বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীরা বাংলাদেশকে সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, যারা ভাস্কর্য ভাঙচুর করছে তাদের সমস্যা ভাস্কর্য নয়, তাদের সমস্যা মূলত বাংলাদেশ। আসলে ভাস্কর্য কোনো বিষয় নয়, এটা একটা অজুহাত। আসল বিষয় হলো বাংলাদেশকে সহ্য করতে না পারা।
তিনি বলেন, তাদের (ভাস্কর্য বিরোধী) শিল্প-সংস্কৃতি নেই, তাদের দেশ বিরোধিতা আছে। তাদের পেছন পায়ে হাঁটার প্রচেষ্টা আছে। আমি মনে করি না যে, তাদের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান হবে। এটা আলোচনার বিষয় না, এটা অত্যন্ত গভীর একটা বিষয়।
অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্প মলয় কুমার গাঙ্গুলী ও শাহরিয়ার কবিরকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল, পরিষদের প্রেসিডিয়াম সদস্য সারওয়ার ওয়াদুদ চৌধুরী প্রমুখ।
এসআর/এমএইচএস/এইচকে